Bole De Please

তোর নামটা কী?
খুব জানতে ইচ্ছে করে
তোকে চিনি না
তবু চিনতে ইচ্ছে করে
তোর পরিচয়
যদি পেতাম ভালো হতো
রেখে দিতাম এ মনের গহীনে
বলে দে please
তোর নামটা কী?
বলে দে please
তোর নামটা কী?
বলে দে please
তোর নামটা কী?
বলে দে please
তোর নামটা কী?

ঘুম যেখানে শেষ
সেখানেই তোর ঠাঁই
তোকে নিয়ে ভাবনা আমার
তোকে নিয়ে লেখা গান

ঘুম যেখানে শেষ
সেখানেই তোর ঠাঁই
তোকে নিয়ে ভাবনা আমার
তোকে নিয়ে লেখা গান
গিটারের তারে তারে
সুর তুলি কোনোভাবে
জানি স্বপ্ন ভেঙে যাবে
স্টেশানের চত্বরে
জানি আর হবে না দেখা কোনোদিন
সময়ের সাথে সাথে সব হবে বেরঙিন
জানি ভুলে যাবি তুই আমাকে আমাকে
চেনা অচেনার ভীড়ে ভাবায়
বলে দে please
তোর নামটা কী?
বলে দে please
তোর নামটা কী?
বলে দে please
তোর নামটা কী?
বলে দে please
তোর নামটা কী?
হেইএ হো



Credits
Writer(s): Rupak Tiary, Jakiruddin Khan
Lyrics powered by www.musixmatch.com

Link