Ebhabei Golpo Hok - Female Version

একটা নদী আজও যে তোর নামে
শব্দহীন বয়ে যায় তোর দেশে
একটা নদী আজও যে তোর নামে
শব্দহীন বয়ে যায় তোর দেশে

তাই ধরে রেখে ভোরবেলাকার খামে
সূর্যমুখী উঠবে দুলে হেসে

এভাবেই গল্প হোক
আজও এভাবেই গল্প হোক
এভাবেই গল্প হোক
আজও এভাবেই গল্প হোক

তার কথা আর শুনলো কে বল কবে
রাতের জোৎস্না বড়ো যেন একপেশে
তার কথা আর শুনলো কে বল কবে
রাতের জোৎস্না বড়ো যেন একপেশে

তার কথা যে বলবে অনুভবে
তাকেই কাছে ডাকি ভালোবেসে

এভাবেই গল্প হোক
আজও এভাবেই গল্প হোক
এভাবেই গল্প হোক
আজও এভাবেই গল্প হোক

এখন যদি দিনের অবকাশে
সাগর-মোহনাতে নদী মেশে
এখন যদি দিনের অবকাশে
সাগর-মোহনাতে নদী মেশে

ও নদী তুই জলকে রোখ
আজও এভাবেই গল্প হোক

এভাবেই গল্প হোক (গল্প হোক)
আজও এভাবেই গল্প হোক (গল্প হোক)
এভাবেই গল্প হোক (গল্প হোক)
আজও এভাবেই গল্প হোক

এভাবেই গল্প হোক (গল্প হোক)
আজও এভাবেই গল্প হোক (গল্প হোক)



Credits
Writer(s): Raj Sen, Rajdeep Ganguly
Lyrics powered by www.musixmatch.com

Link