Aaj Akasher Moner Kotha

আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে
আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে
সারা প্রহর আমার বুকের মাঝে
ঝরো ঝরো বাজে
আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে

দিঘির কালো জলের 'পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে
দিঘির কালো জলের 'পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে
বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে
সারা প্রহর আমার বুকের মাঝে
ঝরো ঝরো বাজে

আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে

আঁধার বাতায়নে
একলা আমার কানাকানি ওই আকাশের সনে
আঁধার বাতায়নে
একলা আমার কানাকানি ওই আকাশের সনে

ম্লানস্মৃতির বাণী যত পল্লবমর্মরের মতো
ম্লানস্মৃতির বাণী যত পল্লবমর্মরের মতো
সজল সুরে ওঠে জেগে ঝিল্লিমুখর সাঁঝে
সারা প্রহর আমার বুকের মাঝে
ঝরো ঝরো বাজে

আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে
আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link