Shune Ne Reprise (feat. Nikhita Gandhi)

শুনে নে, আমার হাঁটাহাঁটি, আমার পরিপাটি, ভয় ভয়
শুনে নে, আমার গল্প বলা, ভয় ভয়

কেন না বলা রাতেতে জেগে উঠি আমি
ভাবালো ভেতরে ভেতরে যে কার নাম, নাম
ও, কেন অচেনা শহরে সিঁড়ি ভেঙে নামি আমি
নিয়নে, পিওনে রেখে দিয়ে তোর নাম, নাম
ও, তোর নামেই

লুকোনো সে যে একপাশে
লুকিয়ে দেখো বসে আছে
জমানো কিছু ছবিগুলো আজও
ধাঁধার মতো ফিরে ফিরে খেলতে আসে

লুকোনো আছে একপাশে
লুকিয়ে কেউ বসে আছে
জমানো কিছু ছবিগুলো আজও
ধাঁধার মতো ফিরে ফিরে খেলতে আসে

শুনে নে, আমার হাঁটাহাঁটি, আমার পরিপাটি, ভয় ভয়
শুনে নে, আমার গল্প বলা, ভয় ভয়

কেন না বলা রাতে তে জেগে উঠি আমি
ভাবালো ভেতরে ভেতরে যে কার নাম, নাম
ও, কেন অচেনা শহরে সিঁড়ি ভেঙে নামি আমি
নিয়নে, পিওনে রেখে দিয়ে তোর নাম, নাম
তোর নাম



Credits
Writer(s): Prasen, Arindom Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link