Kali Kali

কালী কালী বল রে মন, কালী কালী বল
কালী কালী বল রে মন, কালী কালী বল

কালী নাম নিয়ে রে মন কালী ধামে চল
কালী নাম নিয়ে রে মন কালী ধামে চল

কালী কালী বল রে মন, কালী কালী বল
কালী কালী বল রে মন, কালী কালী বল

কালী আমার নয়ত কালো, রূপে যে তার জগৎ আলো
কালী আমার নয়ত কালো, রূপে যে তার জগৎ আলো

সেই আলোতে মা গো আমার, পূর্ণ করো আমায়
ত্রিনয়নী মা যে আমার, পরম অভয়

কালী কালী বল রে মন, কালী কালী বল
কালী কালী বল রে মন, কালী কালী বল

ধর্মশাস্ত্রের পাঠ পড়িনি, মন্ত্র-তন্ত্র তাও শিখিনি
ধর্মশাস্ত্রের পাঠ পড়িনি, মন্ত্র-তন্ত্র তাও শিখিনি

তবু ডাকতে দিয়ো "মা, মা" বলে, থাকতে দিও চরণ তলে
ডাকতে দিয়ো "মা, মা" বলে, থাকতে দিও চরণ তলে

চোখের জল কে জবা করে সাজিয়ে দেবো এই চরণে
চোখের জল কে জবা করে সাজিয়ে দেবো এই চরণে

কালী কালী বল রে মন, কালী কালী বল
কালী কালী বল রে মন, কালী কালী বল

কালী নাম নিয়ে রে মন কালী ধামে চল
কালী নাম নিয়ে রে মন কালী ধামে চল

কালী কালী বল রে মন, কালী কালী বল
কালী কালী বল রে মন, কালী কালী বল



Credits
Writer(s): Mekhla Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link