Koshto

জীবন আজও হলুদ সংবাদের পাতায় মোড়া
কাঠগড়ায় আসামি আমি
তোমার নীরব ওই বিবেক

কেন আত্মহত্যা মহাপাপ?
কেন সমাজদর্শন এতো নিষ্ঠুর?
কোথায় মানবিকতাবোধ তোমার?
আমার কষ্টে তোমার অসুস্থ হাসি

কেন আমার হতাশার নেই কোনো সঙ্গী?
কেন আমার কষ্টের নেই কোনো প্রতিবাদ?
একা, একা আমি কেন?
কষ্ট আমার একার

জীবন আজও অকথ্য ভাষার অসভ্যের মুঠোয়
যুদ্ধের আয়োজন এতদিন পর আবারও কেন?

কেন আত্মহত্যা মহাপাপ?
কেন সমাজদর্শন এতো নিষ্ঠুর?
কোথায় মানবিকতাবোধ তোমার?
আমার কষ্টে তোমার অসুস্থ হাসি

কেন আমার হতাশার নেই কোনো সঙ্গী?
কেন আমার কষ্টের নেই কোনো প্রতিবাদ?
একা, একা আমি কেন?
কষ্ট আমার একার



Credits
Writer(s): Tahsan Khan, Arup Arup
Lyrics powered by www.musixmatch.com

Link