Tui Je Bachar Karon

অগোছালো এই মনে
তোর প্রয়োজন।
যায় খুঁজে শুধু তোকে
অবুঝ নয়ন...
অগোছালো এই মনে
তোর প্রয়োজন।
যায় খুঁজে শুধু তোকে
অবুঝ নয়ন।
তুই যে বাঁচার কারণ।
তুই যে বাঁচার কারণ।
অগোছালো এই মনে
তোর প্রয়োজন।

তোর ওই দু চোখে,
তাকিয়ে থেকে।
খুঁজে যেতে চাই,
নিজেই নিজেকে।
তুই হীনা একা একা,
লাগে যেন সবই ফাঁকা।
মনে হয় যেন,
বেঁচে থাকা দায়।
তোরই ছবি, কল্পনাতে.
এঁকে যাই সারাক্ষণ।
অগোছালো এই মনে,
তোর প্রয়োজন।
যায় খুঁজে শুধু তোকে,
অবুঝ নয়ন।
তুই যে বাঁচার কারণ।

জেগে জেগে দেখি স্বপ্ন,
তোকে পাই এক অন্য।
চেনা হাসিতে,
মন ভরে যায়।
ইচ্ছের ভিড়ে তোকে,
বাঁচিয়ে রাখি কত।
মরছি নিজে নিজে,
রোজ রোজ বার বার।
এক জীবন, বেশতো ছিলো।
কি যে হলো, ওরে মন।
অগোছালো এই মনে,
তোর প্রয়োজন,
যায় খুঁজে শুধু তোকে,
অবুঝ নয়ন।
তুই যে বাঁচার কারণ।
তুই যে বাঁচার কারণ,
তুই যে বাঁচার কারণ।



Credits
Writer(s): Snehasis Samanta
Lyrics powered by www.musixmatch.com

Link