না না পারবি না তুই

কেনো খুঁজে বেড়াস
আমায় বিষন্নতায়
আমি হঠাৎ করে
হয়ে যাওয়া
ছোট্ট একটা ভুল
বলি অহংকারে
তোর হৃদয় জুড়ে
আছে, আমায় নিয়ে, গল্পে ভরা
আমার লেখা বই
না না পারবি না তুই
Delete করতে আমায়
আমি ট্রোজান ঘোড়া
শরীর মোড়া virus এতে
আমার জবাব কই

বলছি দিব্যি খেয়ে
তোর ওই শরীরে
আজও আমায় নিয়ে
লক্ষ আবেগ কামড়ে চলে
না না পারবি না তুই
হিসেব করতে আমার
আমি হারিয়ে যাওয়া ব্যালান্স শীটে
লুকিয়ে থাকা, বিষাক্ত সংশয়

কেন মিথ্যে ভাবিস
আমায় তুচ্ছ ভাবিস
আমি তোর হৃদয়ে, সামলে রাখা
তীব্র বিষের নঈ (নদী)
না না পারবি না তুই
নিকেশ করতে আমায়
আমি বিষের সিসির
অন্তরালে, ঘাপটি মেরে, বিসর্জনের খই

না না পারবি না তুই...



Credits
Writer(s): Tushar Kar
Lyrics powered by www.musixmatch.com

Link