Gane Gane Tabo

গানে গানে তব বন্ধন যাক টুটে
গানে গানে তব বন্ধন যাক টুটে
গানে গানে
রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে
গানে গানে

বিশ্বকবির চিত্তমাঝে ভুবনবীণা যেথায় বাজে
বিশ্বকবির চিত্তমাঝে ভুবনবীণা যেথায় বাজে
জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে

গানে গানে তব বন্ধন যাক টুটে
গানে গানে
রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে
গানে গানে

ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে
অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে
ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে
অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে

সুরহারা প্রাণ বিষম বাধা
সেই তো আঁধি, সেই তো ধাঁধা
গান-ভোলা তুই গান ফিরে নে
যাক সে আপদ ছুটে

গানে গানে তব বন্ধন যাক টুটে
গানে গানে
রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে
গানে গানে তব বন্ধন যাক টুটে
গানে গানে



Credits
Writer(s): Rabindra Nath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link