Kichudin mone mone

কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে

ইশারায় কইবি কথা গোঠে-মাঠে
রাই রাই লো
ইশারায় কইবি কথা গোঠে-মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে, কেউ না শোনে

কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে

শ্যামকে যখন পড়বে মনে
চাইবি কালো মেঘের পানে
শ্যামকে যখন পড়বে মনে
চাইবি কালো মেঘের পানে
রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে

কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে

শ্যাম-শায়রে নাইতে যাবি
জলকে পরশ করবি কেনে
রাই লো
শ্যাম-শায়রে নাইতে যাবি
আরে জলকে পরশ করবি কেনে
শায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
বলি গায়ের বসন ভিজবে কেনে

কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে

বলি উত্তর যাবি সতর হবি
বলবি আমি যাই দক্ষিনে
উত্তর যাবি সতর হবি
রাই রাই লো
আর বলবি আমি যাই দক্ষিনে
রসিক জানে রসের মরম
অরসিকে বুঝবে কেনে

কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে

ইশারায় কইবি কথা গোঠে-মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে, কেউ না শোনে

কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link