Morar Kokile

রাস্তায় আসার সময় গাছে আমি একটা কোকিলও দেখিনাই
ভাবলাম, এত কোকিল কোথায় গেলো?
এসে দেখি সব কোকিল আজকে মঞ্চে চলে আসছে
তাই, সেই কোকিলদের উদ্দেশেই আমার এই গানটি

ও আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো (মরার কোকিলে)
(জোরে জোরে) জোরে গাবেন
আমায় দেওয়ানা বানাইলো গো (মরার কোকিলে)
আমারে পাগল বানাইলো গো (মরার কোকিলে)
ও আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো (মরার কোকিলে)

আ হা হা হা রে, কী সুর সবার

আমায় উদাসী বানাইয়া গেলো
পাগল করিয়া গেলো বসন্তেরই কালে গো
মরার কোকিলে
আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো
(মরার কোকিলে)
আমায় দেওয়ানা বানাইলো গো
(মরার কোকিলে)

আমায় পাগল বানাইলো গো (মরার কোকিলে)
আমায় দেওয়ানা বানাইলো গো (মরার কোকিলে)

আমায় উদাসী বানাইয়া গেলো
পাগল করিয়া গেলো বসন্তেরই কালে গো
(মরার কোকিলে)
আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো
(মরার কোকিলে)
আমায় দেওয়ানা বানাইলো গো
(মরার কোকিলে)

আমায় পাগল বানাইলো গো
মরার কোকিলে

এ, জোরে হাততালি
সবাই সবাই, উপরে যারা আছেন thank you

মন বোঝে না মরার কোকিল আন্তাজে গান তোলে
আমারে পাগল করিয়া গাছের আগায় দোলে
মন বোঝে না মরার কোকিল আন্তাজে গান তোলে
আমারে পাগল করিয়া গাছের আগায় দোলে
কত কী যে করে কোকিল
আবার কত কী যে করে কোকিল
নাইচা নাইচা ডালে গো
মরার কোকিলে

আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো
(মরার কোকিলে)
আমায় দেওয়ানা বানাইলো গো
(মরার কোকিলে)
আমায় উদাসী বানাইয়া গেলো
পাগল করিয়া গেলো বসন্তেরই কালে গো
মরার কোকিলে

আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো
মরার কোকিলে
আমায় দেওয়ানা বানাইলো গো
মরার কোকিলে

তালি হবে

বনের কোকিল মনের কথা কয় না আমায় খুলে
ফাগুনেরই আগুন দিয়া মারে তিলে তিলে
বনের কোকিল মনের কথা কয় না আমায় খুলে
ফাগুনেরই আগুন দিয়া মারে তিলে তিলে
ছাতু-ছোলা খায় না কোকিল
আবার ছাতু-ছোলা খায় না কোকিল
আদর কইরা দিলে গো
মরার কোকিলে

আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো
(মরার কোকিলে)
আমায় দেওয়ানা বানাইলো গো
(মরার কোকিলে)
আমায় উদাসী বানাইয়া গেলো
পাগল করিয়া গেলো বসন্তেরই কালে গো
মরার কোকিলে

আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো
মরার কোকিলে
আমায় দেওয়ানা বানাইলো গো
মরার কোকিলে

কানতে কানতে ঘুমাই যখন নিশি রাইতের কালে
ঘুম আসিলেই স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে
কানতে কানতে ঘুমাই যখন নিশি রাইতের কালে
ঘুম আসিলেই স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে
আদর কইরা, হাতে ধইরা-
সে যে আদর কইরা, হাতে ধইরা ফুল দেয় খোঁপার চুলে গো
মরার কোকিলে

আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো
মরার কোকিলে
আমায় দেওয়ানা বানাইলো গো
মরার কোকিলে
উদাসী বানাইয়া গেলো
পাগল করিয়া গেলো বসন্তেরই কালে গো
মরার কোকিলে

আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো
মরার কোকিলে
আমায় দেওয়ানা বানাইলো গো
মরার কোকিলে

উইড়া যা রে বনের কোকিল, উইড়া যা জঙ্গলে
মাথার কীরা দিলাম তোরে আর ডাকিস না ডালে
উইড়া যা রে বনের কোকিল, উইড়া যা জঙ্গলে
মাথার কীরা দিলাম তোরে আর ডাকিস না ডালে
আমার রাজ্জাকেরে মাইরা লাভ কী?

কোকিল ও ও-
বনের কোকিল
ওরে ডালের কোকিল
মাতাল রাজ্জাকেরে মাইরা লাভ কী?
আমার রাজ্জাকেরে মাইরা লাভ কী?
বিষমাখা জঙ্গলে গো
মরার কোকিলে

আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো
মরার কোকিলে
আমায় দেওয়ানা বানাইলো গো
মরার কোকিলে
উদাসী বানাইয়া গেলো
পাগল করিয়া গেলো বসন্তেরই কালে গো
মরার কোকিলে

আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো
মরার কোকিলে
আমায় দেওয়ানা বানাইলো গো
মরার কোকিলে

উদাসী বানাইয়া গেলো
পাগল করিয়া গেলো বসন্তেরই কালে গো
মরার কোকিলে
আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো
মরার কোকিলে
আমায় দেওয়ানা বানাইলো গো
মরার কোকিলে
আমায় পাগল বানাইলো গো
মরার কোকিলে

আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো
মরার কোকিলে
আমায় দেওয়ানা বানাইলো গো
মরার কোকিলে
আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো
উদাসী বানাইলো গো
দেওয়ানা করিলো গো
সধরার কোকিলে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link