Tumi Khushi To?

রাত নেমেছে শহরে আমার
ঘুম খুঁজেছে রাস্তা পালাবার
স্বপ্নগুলোয় আসছো তুমি
বোঝো না আসার কী দরকার

হারিয়ে যাওয়ার রাস্তায় পা রেখে
অনেক দূরে আমার কাছ থেকে
কানের দুলে, রুক্ষ চুলে
হাত বোলালেও দেখবো না তো আর

কী, তুমি খুশি তো?
সব ব্যাপারেই আমি তোমার দোষী তো?
কী, তুমি খুশি তো?
সব ব্যাপারে আমি তোমার দোষী তো?

এই বৃষ্টি ভেজা ছাদে
শুধু থাকতাম একসাথে
মানতাম না নিজেদের বারণ
আজ একলা এ আকাশে
ঝড় উঠছে চারিপাশে
খুব ঠাণ্ডা লাগে আজ আমার ভীষণ

হোক, তুমি ভালো থেকো
শুধু নিজের ছবি এঁকো
রেখে দিও সাদা গোলাপ বারান্দায়

তোমার হাসি ভাসবে আজ হাওয়ায়
আর বিরক্ত করবে না আমায়
ভয় পেলে সামলে নিও
পেরিয়ো রাস্তা সাবধানে এবার

কী, তুমি খুশি তো?
সব ব্যাপারেই আমি তোমার দোষী তো?
কী, তুমি খুশি তো?
সব ব্যাপারে আমি তোমার দোষী তো?



Credits
Writer(s): Rishi Panda
Lyrics powered by www.musixmatch.com

Link