Doyal Baba

দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর

আমার বাবা আল হাছানি
যার কাছে মারফতের খনি
আমার বাবা আল হাছানি
যার কাছে মারফতের খনি

কলব হইয়া যায় নুরানি চাইলে এক নজর
কলব হইয়া যায় নুরানি চাইলে এক নজর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর

দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর

দয়াল আমার ভাঙা তরী
অকূলে দিয়েছি পাড়ি
দয়াল আমার ভাঙা তরী
অকূলে দিয়েছি পাড়ি

জাত, কুল ও মান ত্যাজ্য করে চরণে ভক্তি কর
জাত, কুল ও মান ত্যাজ্য করে চরণে ভক্তি কর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর

দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর

বাবা তোমার নাম ভরসায়
অকূলে দিয়েছি সাঁতার
বাবা তোমার নাম ভরসায়
অকূলে দিয়েছি সাঁতার

নজরুল কান্দে গানের ছন্দে লইতে তোর খবর
নজরুল কান্দে গানের ছন্দে লইতে তোর খবর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর

দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে
আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link