Shuno Pls

শুনো please!
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
তুমি কি ফাঁন্দে পরেও বাঁচতে জানো?
তুমি কি ভাসতে জানো?
আমি তো ভাসতে জানি না, না, না...

Excuses me!
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
মহাসাগরেও তুমি ভাসতে জানো
তুমি কি বাঁচতে জানো?
আমি তো বাঁচতে জানি না, না, না...

(Lessgo)
পারিনা ভাসতে
বেচেঁ আমি এত কষ্টে
খালি পারিনা হাসতে
বাজে guitar এত আস্তে
আর আমি না
যাবো না, যাবো না

না খুঁজে তোমাকে প্রতি কোনা
আমি ময়লা-আবর্জনা (fish)
নদী ভরা মাছ আর আমি পোনা (fish)
আমি যে ভর্তা, তুই মরিচের তেল (কি spicy!)
খুঁজে সত্তা আমি যে fail (না খুঁজে পাইসি)

মাঝ রাত আমি ঘুম-ঘুম
Phone দিয়ে বলো
মনের রুম এখন খালি
(Vroom-vroom)
এসে পরো তাড়াতাড়ি

শুনো please!
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
তুমি কি ফাঁন্দে পরেও বাঁচতে জানো?
তুমি কি ভাসতে জানো?
আমি তো ভাসতে জানি না, না, না...

Excuses me!
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
মহাসাগরেও তুমি ভাসতে জানো
তুমি কি বাঁচতে জানো?
আমি তো বাঁচতে জানি না, না, না...

বাঁচতে জানো, ভাসতে জানো না
বাঁচতে জানো, ভাসতে জানো না

শুনো please!
একটুখানি
একটুখানি কথা ছিলো
একটুখানি
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
তুমি কি ফাঁন্দে পরেও বাঁচতে জানো?
তুমি কি ভাসতে জানো?
আমি তো ভাসতে জানি না, না, না...

Excuses me!
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
মহাসাগরেও তুমি ভাসতে জানো
তুমি কি বাঁচতে জানো?
আমি তো বাঁচতে জানি না, না, না...

(আসতে পারো সাথে, পারো আসতে?)
(দুনিয়াটা কত সুন্দর! দুই চোখ দিয়ে দেখো)



Credits
Writer(s): Issa Farooque
Lyrics powered by www.musixmatch.com

Link