Amra Korbo Joy

ছিলো ব্যস্ত এ শহর রাতদিন
আর আনাগোনা সে অন্তহীন
ছিলো ব্যস্ত এ শহর রাতদিন
আর আনাগোনা সে অন্তহীন
এ দিন বদলের অন্ধকার
ডাকে মহামারীর হাহাকার

আজ ব্যথার শহর ডাকে আমাদের
এ আর্তনাদে ঘেরা অবসাদে
যদি লড়ি একসাথে
জানি একদিন আমরা করবো জয়

অসুস্থতায় আজ ভুগছে হাজার মানুষ
বিশ্ব আকাশ ঘিরে উড়ছে মৃত্যু-ফানুস
অসুস্থতায় আজ ভুগছে হাজার মানুষ
বিশ্ব আকাশ ঘিরে উড়ছে মৃত্যু-ফানুস
মৃত্যু-ফানুস

চলাফেরা, যাওয়া-আসা, থেমেছে সব
কোলাহলে এ শহর হঠাৎ নীরব
ঝরা পাতা দেয় বলে বিপদের মরসুম
চলাফেরা, যাওয়া-আসা, থেমেছে সব
কোলাহলে এ শহর হঠাৎ নীরব
ঝরা পাতা দেয় বলে বিপদের মরসুম

আজ ব্যথার শহর ডাকে আমাদের
এ আর্তনাদে ঘেরা অবসাদে
জানি একদিন আমরা করবো জয়

ছিলো ব্যস্ত এ শহর রাতদিন
আর আনাগোনা সে অন্তহীন

আজ ব্যথার শহর ডাকে আমাদের
এ আর্তনাদে ঘেরা অবসাদে
যদি লড়ি একসাথে
জানি একদিন আমরা করবো জয়

অসুস্থতায় আজ ভুগছে হাজার মানুষ
বিশ্ব আকাশ ঘিরে উড়ছে মৃত্যু-ফানুস
অসুস্থতায় আজ ভুগছে হাজার মানুষ
বিশ্ব আকাশ ঘিরে উড়ছে মৃত্যু-ফানুস
মৃত্যু-ফানুস



Credits
Writer(s): Badal Paul, Keshab Dey
Lyrics powered by www.musixmatch.com

Link