Bojhena Se Bojhena

নারে, নারে, নারে, নারে, না রে
নারে, নারে, নারে
নারে, নারে না

বোঝেনা সে বোঝেনা
সে তো আজও বোঝে না
বোঝেনা সে বোঝেনা
সে তো আজও বোঝে না
কাঁদে মনের কথা
প্রেম কি শুধু ব্যথা
উত্তর আজও মেলে না
মেলে না, মেলে না, মেলে না
বোঝেনা সে বোঝেনা

এ বুকে এতো প্রেম, তার চোখে ঘৃণা
চায় না শুনতে সে এ বুকের কান্না
আমি চোখের বালি, কি করে তাকে বলি
এ বুকে কি বেদনা
এ বুকে এতো প্রেম, তার চোখে ঘৃণা
চায় না শুনতে সে এ বুকের কান্না
আমি চোখের বালি, কি করে তাকে বলি
এ বুকে কি বেদনা

বোঝেনা সে বোঝেনা
সে তো আজও বোঝে না
বোঝেনা সে বোঝেনা
সে তো আজও বোঝে না
কাঁদে মনের কথা
প্রেম কি শুধু ব্যথা
উত্তর আজও মেলে না
মেলে না, মেলে না, মেলে না

পৃথিবী একদিকে একদিকে আমি
আজ আমার রক্তে মিশে গেছো তুমি
নাই বা হলো দেখা
দেখবো একা একা
স্বপ্নে নেই সীমানা
পৃথিবী একদিকে একদিকে আমি
আজ আমার রক্তে মিশে গেছো তুমি
নাই বা হলো দেখা
দেখবো একা একা
স্বপ্নে নেই সীমানা

বোঝেনা সে বোঝেনা
সে তো আজও বোঝে না
বোঝেনা সে বোঝেনা
সে তো আজও বোঝে না
কাঁদে মনের কথা
প্রেম কি শুধু ব্যথা
উত্তর আজও মেলে না
মেলে না, মেলে না, মেলে না
বোঝেনা সে বোঝেনা



Credits
Writer(s): Gautam Sushmit, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link