Otikranto Chhayapoth Paar Hoye

অতিক্রান্ত ছায়াপথ জড়ো হলে
যখনি তাকাই, মহাকাশ হয়ে দেখি
পূর্বায়নের আঁচলেতে ঢেউ লাগে
এ আঁধারি স্বর্গের, ও আলোর ঈশ্বর
আমাকে নাও
ও প্রেম, ও সন্ন্যাসী
মৃত্যুরই পাড়ে পাতি জন্মেরই সংসার



Credits
Writer(s): Raja Narayan Deb
Lyrics powered by www.musixmatch.com

Link