Chorakata

আমি লুকিয়ে থেকে শেষে হারিয়ে যাবো
তুমি সংসারি কাঠ মাঠে জ্বালিয়ে যাবে
আমি চৌকাঠ গড়ে শেষে পালিয়ে যাবো
তুমি সংসারে চোরাকাঁটা ছাড়িয়ে যাবে

আমি সহজ এ সংসারে কাল বোশেখী
তুমি দমকা হাওয়ায় ভয় চিনে সহসা
বুকে মায়ার জাল কেউ পোষে কি?
এই হাওয়ায় ধরতে কিছু বুনো ভরসা

আমি সহজ এ সংসারে কাল বোশেখী
তুমি দমকা হাওয়ায় ভয় চিনে সহসা
বুকে মায়ার জাল কেউ পোষে কি?
এই হাওয়ায় ধরতে কিছু বুনো ভরসা

আমি এদিকে চোখের জল
তুমি ওদিকে আমার প্রিয় নদী
আমি তোমার প্রিয় মেঘের ক্ষতি
রোজ পুষিয়ে দিতে চিঠি লিখি

আমি সহজ এ সংসারে কাল বোশেখী
তুমি দমকা হাওয়ায় ভয় চিনে সহসা
বুকে মায়ার জাল কেউ পোষে কি?
এই হাওয়ায় ধরতে কিছু বুনো ভরসা

আমি লুকিয়ে থেকে শেষে হারিয়ে যাবো
তুমি সংসারি কাঠ মাঠে জ্বালিয়ে যাবে
আমি চৌকাঠ গড়ে শেষে পালিয়ে যাবো
তুমি সংসারে চোরাকাঁটা ছাড়িয়ে যাবে

আমি সহজ এ সংসারে কাল বোশেখী
তুমি দমকা হাওয়ায় ভয় চিনে সহসা
বুকে মায়ার জাল কেউ পোষে কি?
এই হাওয়ায় ধরতে কিছু বুনো ভরসা



Credits
Writer(s): Rajib Ashraf
Lyrics powered by www.musixmatch.com

Link