Missing You (feat. Taufiq Tamim)

তোরে বারেবারে মনে পড়ে
কি যে যন্ত্রণা রে
কি করে বলবো তোকে
I'm in love
জালা বাড়াসনা রে
ওরে ও সোনা রে
ইশারা না পেলে তোর
হবে Tough
তোকে দেব জানিয়ে
তোকে নেব মানিয়ে
I'll take you on my ride
যাব দূরে হারিয়ে
I'm missing you missing you
missing you missing you ma darling
I'm missing you missing you
ঘুম হারা দিশেহারা দুচোখের পাতা
তুমি ছাড়া সবকিছু লাগে নিরবতা



Credits
Writer(s): Aabid Hasan, Sup Nasif
Lyrics powered by www.musixmatch.com

Link