Eka Ami Eka

একা(একা), আমি একাই (আমি একাই)
মেখেছি রাত্রির শাস্তিকে (মেখেছি রাত্রির শাস্তিকে)
ধুলো মেখে রাস্তাতে মিশেছি সস্তার পা ধরে
(ধুলো মেখে রাস্তাতে মিশেছি সস্তার পা ধরে)
একা(একা), আমি একাই (আমি একাই)
মেখেছি রাত্রির শাস্তিকে (মেখেছি রাত্রির শাস্তিকে)
ধুলো মেখে রাস্তাতে মিশেছি সস্তার পা ধরে
(ধুলো মেখে রাস্তাতে মিশেছি সস্তার পা ধরে)
তবু জড়িয়ে ইতিহাসে, কান্নার নাগপাশে
তবু জড়িয়ে ইতিহাসে, কান্নার নাগপাশে
কে যে কাকে খোঁজে, তাকে খোঁজে, তাকে খোঁজে
তাই শহরে আবার বকশি,
তাই শহরে আবার বকশি,
তাই শহরে আবার বকশি...
একা(একা), আমি একাই (আমি একাই)
মেখেছি রাত্রির শাস্তিকে (মেখেছি রাত্রির শাস্তিকে)
ধুলো মেখে রাস্তাতে মিশেছি সস্তার পা ধরে
(ধুলো মেখে রাস্তাতে মিশেছি সস্তার পা ধরে)
নির্বিঘ্নে চলে শুধু যে তারই লড়াই,
মুখোশের আড়ালেতে অজ্ঞানতার বড়াই
নির্বিঘ্নে চলে শুধু যে তারই লড়াই
মুখোশের আড়ালে অজ্ঞানতার বড়াই
তাই বিচার করো হে ভগবান কেন পাঠালে আমায়
এ রক্তপুরীর ধ্বংস্তুপে
তোমার আমার একোন রূপে আজ আমি খুঁজে যাই
তাই শহরে আবার বকশি,
তাই শহরে আবার বকশি,
তাই শহরে আবার বকশি...
একা, আমি একাই
মেখেছি রাত্রির শাস্তিকে
ধুলো মেখে রাস্তাতে মিশেছি সস্তার পা ধরে
ইতিহাস স্থির থাকে শুধু জীবন স্থির নয়
রাত জাগা পাখিদের আকাশের সাথে পরিচয়,
ইতিহাস স্থির থাকে শুধু জীবন স্থির নয়,
রাত জাগা পাখিদের আকাশের সাথে পরিচয়
প্রশ্ন শুধুই গুমরে কাঁদে
রোজ নামচার পাতায়
রোজ নামচার পাতায়
আজ জীবন জুড়ে নীল হতাশা
বদ্ধভূমিতে কাঁদছে আশা
তাই আমি নিজেকে খুঁজে যাই
খুঁজে যাই
খুঁজে যাই

তাই শহরে আবার বকশি,
তাই শহরে আবার বকশি,
তাই শহরে আবার বকশি...
একা(একা), আমি একাই (আমি একাই)
মেখেছি রাত্রির শাস্তিকে (মেখেছি রাত্রির শাস্তিকে)
ধুলো মেখে রাস্তাতে মিশেছি সস্তার পা ধরে
(ধুলো মেখে রাস্তাতে মিশেছি সস্তার পা ধরে)

তবু জড়িয়ে ইতিহাসে, কান্নার নাগপাশে
তবু জড়িয়ে ইতিহাসে, কান্নার নাগপাশে
কে যে কাকে খোঁজে, তাকে খোঁজে, তাকে খোঁজে
তাই শহরে আবার বকশি,
তাই শহরে আবার বকশি,
তাই শহরে আবার বকশি...

একা(একা), আমি একাই (আমি একাই)
মেখেছি রাত্রির শাস্তিকে (মেখেছি রাত্রির শাস্তিকে)
ধুলো মেখে রাস্তাতে মিশেছি সস্তার পা ধরে
(ধুলো মেখে রাস্তাতে মিশেছি সস্তার পা ধরে)



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link