Ekakar

(তাই চলো সব ফেলে)
(তাই চলো সব ফেলে)

আজ সকাল মনকাড়া
হয় মন যে আনমনা
Coffee cup হাতে নিয়ে
লিখি সেই কথা আধবলা
সেদিন এর পরিচয়
তুমি আমি অসহায়
এতদিন পরে তবু
মন শুধু তোকে ছুঁতে চায়
আজও আছি তোর পাশে
জীবনের এই অবকাশে
তুই আমি ভাঙা বাঁধ
প্রেমের এই ইতিহাসে

ভালোবাসার প্রাঙ্গণে
আমাদের এই সংসার
তুই যদি সাথি থাকিস
আমার কিছু নেই দরকার

তাই চলো সব ফেলে
যত দুঃখ সব ভুলে
হাতে হাত তুমি আমি হই একাকার
আলো বলে তুমি আমার
বাতাসও তো রাজি আজ
চলো ভেসে যাই চলে
তুমি আমিতে হই একাকার

সময়ের স্রোতে ভেসে চলা
স্মৃতি পিছু থেকে ডাক দিয়ে যায়
হাতড়ে বেড়াই শুধু তোকে
তবু আমি থাকি হাসিমুখে
কত কথা আজও খালি মনে পড়ে
লেখা চিঠির শব্দ হয়ে তারে
রেখে দি যতনে সারা এই জীবনে
আশা শুধু এইটুকু বলি
তোকে ভালোবাসি তাই আছি খালি
চেয়ে পথ সহস্র-কোটি বছরেই

একদিন তুই তাকাবি ঠিক ফিরে
চিনবি আমায় মানুষের ভিড়ে
আমি আজও তোর হারানো খেলার সাথি

তাই চলো সব ফেলে
যত দুঃখ সব ভুলে
হাতে হাত তুমি আমি হই একাকার
আলো বলে তুমি আমার
বাতাসও তো রাজি আজ
চলো ভেসে যাই চলে
তুমি আমিতে হই একাকার

কতদিন কত বছর, সময়ের মাপকাঠি পুরোনো
সেই বুকে লুকানো তুই, রাতের জাগা স্বপ্ন
কত কথা, কত ব্যথা, কত খুশি রুপকথা
ভাগ করে দুটো মন দিয়েছিল সারাক্ষণ
নেই যেন তুই কাছে, পড়ে তোর স্মৃতি আছে
আঁধারেতে রাতভোরে, পুরানো যে এ শহর
আমি যে আছি অকপটে, চারদেয়াল কড়িকাঠে
আছি তবু নেই যেন তুই ছাড়া এ জীবনে

তাই চলো সব ফেলে
যত দুঃখ সব ভুলে
হাতে হাত তুমি আমি হই একাকার
আলো বলে তুমি আমার
বাতাসও তো রাজি আজ
চলো ভেসে যাই চলে
তুমি আমিতে হই একাকার

তাই চলো সব ফেলে
যত দুঃখ সব ভুলে
হাতে হাত তুমি আমি হই একাকার
আলো বলে তুমি আমার
বাতাসও তো রাজি আজ
চলো ভেসে যাই চলে
তুমি আমিতে হই একাকার



Credits
Writer(s): Debraj Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link