Soishab Bela

শুধু পথ চলার এ দিনযাপন সস্তায়
শুধু ইচ্ছেরা দাঁড়িয়ে আজ রাস্তায়
ভাঙা রেলিংটায় তাই কত গল্প লুকিয়ে
ফাটল ধরা সিলিংটায় স্বপ্ন আজ বিছিয়ে

শৈশব বেলা

শৈশব বেলা

শুধু পথ চলার এ দিনযাপন সস্তায়
শুধু ইচ্ছেরা দাঁড়িয়ে আজ রাস্তায়
ভাঙা রেলিংটায় তাই কত গল্প লুকিয়ে
ফাটল ধরা সিলিংটায় তাই আজ স্বপ্ন বিছিয়ে

এখানে শব্দেরা-ইচ্ছেরা গল্প শোনে
এখানে ভাবনারা আনমনা দিন গোনে
এখানে লোডশেডিং-এর ঘামঝরা বিজ্ঞাপনে
শুধুই বাষ্পরা চশমাতে ব্যথা গোনে

শৈশব বেলা

শৈশব বেলা

হারিয়ে যাওয়া শৈশব বেলা
কানামাছি দু'পায়ে খেলা
চু কিত কিত ধাপ্পা দিলাম
তোমায় ছুঁয়ে ফিরে এলাম

যেখানে নীল আকাশ কথা বলতে জানে
যেখানে নীল সাগরে লুকিয়ে সব মানে
চল, হাতটা ধরে আমার নিয়ে চল
বল, মনের কথা আমাকে তুই বল

শুধু পথ চলার এ দিনযাপন সস্তায়
শুধু ইচ্ছেরা দাঁড়িয়ে আজ রাস্তায়
ভাঙা রেলিংটায় তাই কত গল্প লুকিয়ে
ফাটল ধরা সিলিংটায় তাই আজ স্বপ্ন বিছিয়ে

শৈশব বেলা
শৈশব বেলা
শৈশব বেলা



Credits
Writer(s): Soham Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link