Sob Ferari

কখন যে হয়ে গেছে ভোর
দিতে হবে আজ দূরে পাড়ি
সময় শুরু করেছে হিসেব
দিন গেছে কত আমাদেরই

কখন যে হয়ে গেছে ভোর
দিতে হবে আজ দূরে পাড়ি

রাখিস তবু আমাদের খোঁজ
বুড়ো বাবা-মা ভাবে রোজ-রোজ
কখন এসে সামনে দাঁড়াবে
দূরদেশ থেকে ছেলে তাদেরই

আজ পড়ে একা তোর খালি ঘর
বই আলমারির ধুলোর শহর
বদলেছে জীবন
সময় নেই এখন
হয়ে গেছে তার সব ফেরারি

পড়ে আছে খোলা
তোর চিঠি সব
কথাদের ভীড় হয়েছে নীরব
বোঝেনি এ বুক
সবই হারাবে
এমনি করে দিন যাবে

মনে হয় আজ কত-না কথা
হয়নি বলা, খুলিনি খাতা
লিখছি জীবন দু'জন একা
বাতাস ক্রমশ হচ্ছে ভারী

কখন যে হয়ে গেছে ভোর
দিতে হবে আজ দূরে পাড়ি
সময় শুরু করেছে হিসেব
দিন গেছে কত আমাদেরই

কখন যে হয়ে গেছে ভোর
দিতে হবে আজ দূরে পাড়ি



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link