Kar Avishape - Original

কার অভিশাপে আমি সব হারালাম
জীবনে যা চেয়েছিলাম, কিছুই পেলাম না
আমি সব হারালাম
কার অভিশাপে আমি সব হারালাম

স্বপ্ন ছিল, আশাও ছিল, অনেক ভালোবাসাও ছিল
তবু কাছে পেয়েও কাউকে আমার কাছে পেলাম না
আমি সব হারালাম

কার অভিশাপে আমি সব হারালাম

দুঃখ বলার ভাষা তো নেই, শুধু আছে গান
এখন গান গেয়ে আর লাভ কী হবে, ভাবে আমার প্রাণ

প্রদীপ ছিল, শিখাও ছিল, আঁধার যবনিকাও ছিল
শুধু দীপ জ্বালাবার একটুখানি আগুন পেলাম না
আমি সব হারালাম

কার অভিশাপে আমি সব হারালাম
জীবনে যা চেয়েছিলাম, কিছুই পেলাম না
আমি সব হারালাম
আমি সব হারালাম



Credits
Writer(s): Banerjee Pulak, Mukherjee Hemanta
Lyrics powered by www.musixmatch.com

Link