Kon Oporadhe

গানঃ কোন অপরাধে
শিল্পীঃ রিজভী রাজ
কথাঃ শাহরিয়ার সাগর
সুর ও সংগীতঃ অয়ন চাকলাদার

আমার মনের মাঝে সারাক্ষনই
করিস আনাগোনা
তোরে ছাড়া একলা একা রাত
কাটে না
কেউনা জানুক তুইতো জানিস
কতো ভালোবাসি
তোরে ছাড়া এখন আমি
কেমনে ভালো থাকি
যে মন আমার তোকে ছাড়া
কিছুই বুঝে না
সেই মন কে ভালবেসে থাকতে
পারলি না
চইলা গেলি আমায় ছেড়ে
কোন অপরাধে
জানাইলিনা তোর লাগি
পরাণটা কাঁদে
মন জুইড়া তোরই ছবি
আঁকি দিবানিশি
তোরে ছাড়া একলা একা
কেমনে বল্ বাঁচি

হৃদ মাজারে যতন কইরা
দিয়েছিলাম ঠাঁই
মন আকাশে মেঘ জমাইয়া
তোর দেখা নাই
কেমন কইরা ছাইড়া গেলি
বলনা ও পাষানী
ভালবাসা ভুল ছিল না
তুই ছলনাময়ী

তুই বলেছিলি হাত টি ধরে
থাকবি আজীবন
চইলা গেলি আমায় ছেড়ে
কি ছিল কারণ
যেথায় থাকিস ভাল থাকিস
আমাকে ভুলে
তোর স্মৃতি নিয়ে আমি
যাবো দুরে চলে



Credits
Writer(s): Shahriar Sagar
Lyrics powered by www.musixmatch.com

Link