Bhari Moja

একটু হাসি, আড্ডা
চরম ঠাট্টা-তামাশা
একটু হাসি, আড্ডা
চরম ঠাট্টা-তামাশা

মজা করো, ভারী মজা
দিনের শেষে কেমনে সহ্য করবা?
তুমি যে কে?

আমি নকল, আমি chocolate
ভালো থাকতে এত কিছু লাগে না
অপদার্থ কোনো কাজে না
মরে যেতে চাইলে তুমি মরো

একটু হাসি, আড্ডা
চরম ঠাট্টা-তামাশা
একটু হাসি, আড্ডা
চরম ঠাট্টা-তামাশা

And fortnight জানাই সভ্য হওয়ার
একই ব্যথা যেন সবার
Farooque Bhai, এই কথাটি বলেছিলেন আপনি
কী করবো আর?
আরাম থেকে দূরে সরা ভাবিনি

মজা করো, ভারী মজা
মজা করো, ভারী মজা
মজা করো, ভারী মজা
দিনের শেষে কেমনে সহ্য করবা?
দিনের শেষে কেমনে সহ্য করবা?
তুমি যে কে?

যদি তোমার ডাক শুনে কেউ না আসে
একলা চলো রে



Credits
Writer(s): Kanna Dey, The Destroyer
Lyrics powered by www.musixmatch.com

Link