Ei Poth Jodi Na Shesh Hoye

বন্দি রাতের বাঁধন ছিঁড়ে
খোলা আকাশের সূর্যোদয়
যাবার আছে অনেক দূরে
ক্লান্ত শরীরে ক্ষুধার দায়

ভাবলে শিউরে ওঠে মন
এই পথ যদি না শেষ হয়
এই পথ যদি না শেষ হয়

নাম-ঠিকানার রকমফের
জীবনের গল্পগুলো আলাদা
কোথাও এসে সব এক হয়ে যায়
দুঃসহ স্মৃতি মিহিন সুতোয় বাঁধা

অনিশ্চিত ভবিষ্যৎ ভাবিয়ে যায়
এই পথ যদি না শেষ হয়
এই পথ যদি না শেষ হয়



Credits
Writer(s): Ravi
Lyrics powered by www.musixmatch.com

Link