Jethay Tomar Lut Hoteche

যেথায় তোমার লুট হতেছে ভুবনে
যেথায় তোমার লুট হতেছে
সেইখানে মোর চিত্ত যাবে কেমনে?
যেথায় তোমার লুট হতেছে

সোনার ঘটে সূর্য-তারা নিচ্ছে তুলে আলোর ধারা
সোনার ঘটে সূর্য-তারা নিচ্ছে তুলে আলোর ধারা
অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ে গগনে

যেথায় তোমার লুট হতেছে

যেথায় তুমি বস দানের আসনে
চিত্ত আমার সেথায় যাবে কেমনে
যেথায় তুমি বস দানের আসনে
চিত্ত আমার সেথায় যাবে কেমনে
নিত্য-নূতন রসে ঢেলে আপনাকে যে দিচ্ছ মেলে
নিত্য-নূতন রসে ঢেলে আপনাকে যে দিচ্ছ মেলে
সেথা কি ডাক পড়বে না গো জীবনে?

যেথায় তোমার লুট হতেছে ভুবনে
যেথায় তোমার লুট হতেছে



Credits
Writer(s): Purabi Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link