Shona Diya Bandhayachi Ghor

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে ঘুণে করলো জড়ো জড়
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে ঘুণে করলো জড়ো জড়
আমি কি করে বাস করিব এই ঘরে রে
ও আমি কি করে বাস করিব এই ঘরে রে
হায়রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন
তিন তক্তার এ নৌকা খানি
ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
অহ মন রে...
তিন তক্তার এ নৌকা খানি
ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে
ও আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে
হায়রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন

আসি রাইতে ভবের মাঝারে
ও মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে
আসি রাইতে ভবের মাঝারে
ও মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে
আমার এই স্বপন
কি মিথ্যা হইতে পারে রে
আমার এই স্বপন
কি মিথ্যা হইতে পারে রে
হায়রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন



Credits
Writer(s): Mujib Pardesi
Lyrics powered by www.musixmatch.com

Link