Parchina Ar Ami

পারছিনা আর আমি ভুলতে তোকে,
আয় চলে সব ছেঁড়ে, হাতটা ধরি।
তোর পাশেই তোকে ভেবেই নাম লিখেছি,
আয় একসাথে দুজনে দুঃখ বাটী।
আরকি হবে ভেবে, ভাবি আমি একা,
তোর কাছে আছে, অন্য এক রাজা।
কেন বুঝিস না কেউ আছে, তোর পাশে...
তোর চোখের আড়ালে, তোর কাছে।

ভাল্লাগে চাইলে তুই আড় চোখে,
ভাবনা তোর আসে দিন, রাত ভোরে...
খুব করে দেখি তোর ওই দুচোখ,
এলোমেলো মন আমার শুধু খোঁজে তোকে...
তোর চোখে অন্য কেউ আসে রোজ স্বপ্নে,
তোর ছবি অন্য কারোর মনে আঁকে গোপনে...
কেন বুঝিস না মন আমার তোকে ছাড়া,
একাকী সবসময় দিশেহারা।

প্রেমের সাগরে আর মনের গভীরে,
তোকে নিয়ে ডুবে যাব,
পারিস যদি আমার কল্পনার সঙ্গিনী হতে,
কাছে আসিস

আরকি হবে ভেবে, ভাবি আমি একা,
তোর কাছে আছে, অন্য এক রাজা।
পারছিনা আর আমি ভুলতে তোকে,
আয় চলে সব ছেঁড়ে, হাতটা ধরি।
তোর পাশেই তোকে ভেবেই নাম লিখেছি,
পারছিনা আর আমি ভুলতে তোকে।



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link