Dhae Jeno Mor

ধায় যেন মোর সকল ভালোবাসা
প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে
যায় যেন মোর সকল গভীর আশা
প্রভু, তোমার কানে, তোমার কানে, তোমার কানে
(الله أكبر, الله أكبر)

চিত্ত মম যখন যেথা থাকে
সাড়া যেন দেয় সে তব ডাকে
যত বাঁধন সব টুটে গো যেন
প্রভু, তোমার টানে, তোমার টানে, তোমার টানে

Amazing grace how sweet the sound
That saved a wretch like me
I once was lost, but now I'm found
Was blind but now I see

বাহিরের এই ভিক্ষাভরা থালি
এবার যেন নিঃশেষে হয় খালি
অন্তর মোর গোপনে যায় ভরে
প্রভু, তোমার দানে, তোমার দানে, তোমার দানে

হে বন্ধু মোর, হে অন্তরতর
এ জীবনে যা-কিছু সুন্দর
হে বন্ধু মোর, হে অন্তরতর
এ জীবনে যা-কিছু সুন্দর
সকলই আজ বেজে উঠুক সুরে
প্রভু, সকলই আজ বেজে উঠুক সুরে
প্রভু, তোমার গানে, তোমার গানে, তোমার গানে

ধায় যেন মোর সকল ভালোবাসা
প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link