Ekhono Sei Asif Ami

এখনও সেই আসিফ আমি

এখনও সেই আসিফ আমি
এক সময়ের ছোট্ট ছেলে
যখন তখন হাসতো আবার
কেঁদেও ফেলতো কান্না পেলে

এখনও সেই আসিফ আমি
এক সময়ের ছোট্ট ছেলে
যখন তখন হাসতো আবার
কেঁদেও ফেলতো কান্না পেলে

এখনও সেই আসিফ আমি
খেলতো বেশি, পড়ায় ফাঁক
এখনও সেই আসিফ আমি
খেলতো বেশি, পড়ায় ফাঁক
অঙ্ক করতে বসলে শুনতো
দূরের কোনো পাখির ডাক

এখনও সেই আসিফ আমি
এক সময়ের ছোট্ট ছেলে
যখন তখন হাসত আবার
কেঁদেও ফেলতো কান্না পেলে

এখনও সেই আসিফ আমি
ছোট্টবেলায় গাইতো গান
এখনও সেই আসিফ আমি
ছোট্টবেলায় গাইতো গান
এখনও সেই গানের কাছেই
রাখছে জমা নিজের প্রাণ

এখনও সেই আসিফ আমি
গানের কসম, গানই সব
কথায়-সুরে জীবন আমার
অন্য জীবন অসম্ভব

এখনও সেই আসিফ আমি
এক সময়ের ছোট্ট ছেলে
যখন তখন হাসতো আবার
কেঁদেও ফেলতো কান্না পেলে

এখনও সেই আসিফ আমি
এক সময়ের ছোট্ট ছেলে
যখন তখন হাসতো আবার
কেঁদেও ফেলতো কান্না পেলে



Credits
Writer(s): Kabir Suman
Lyrics powered by www.musixmatch.com

Link