Ishwar

শুনেছি ঈশ্বর একাই
তাতে সমস্যা মিটছে না তাই
নিতেন পক্ষে আরও তিন চার জন ঈশ্বর চাই
কোথা পাই?
আমরা শান্তির গান গাই
তাতে যুদ্ধ থামছে না তাই
নিতেন পক্ষে আরো দুটো পরমাণু বোমা চাই
কোথা পাই?
শুনেছি ঈশ্বর একাই
তাতে সমস্যা মিটছে না তাই
নিতেন পক্ষে আরও তিন চার জন ঈশ্বর চাই
ডানকারের আশেপাশে
মহামারীও হাসে
যে মানুষের কিছু নেই
সেই অথৈ জলে ভাসে
বন্ধ হয়ে যায় বাজার ঘাট
পরিবহন হিন্য দিজেসাট
বন্ধ স্কুল বন্ধ খেলার মাঠ
খোলা শুধুই শ্মশানঘাট
কপাট বন্ধ ঘরবাড়ি
কি আজব এই বিমারি
পৌঁছাচ্ছে না ত্রাণ সরকারি
অনির্দিষ্ট কারফিউ জারী
এই ঝুক্কি সামলাতে
যখন ব্যস্ত দশ হাতে
এলো ঘূর্ণিঝড় এক রাতে সে ধাক্কা দিয়ে
কোথায় পালাই?
লন্ডভন্ড বাসস্থান
পণ্ড জীবিকার সংস্থান
যে করবে এর সমাধান সে মহানায়কের (সন্ধান চাই সন্ধান চাই)
ঈশ্বর একাই একশো
তবে ইদানিং তিনি ফ্লোপ শো
নিতেন পক্ষে আরও তিন চারশো ঈশ্বর চাই
কোথায় পাই?
ঈশ্বর একাই একশো
তবে ইদানিং তিনি ফ্লোপ শো
নিতেন পক্ষে আরও তিন চারশো ঈশ্বর চাই
কোথায় পাই?
তেত্রিশ কোটি ভগবান
বনাম একটা ঝড় তুফান
ফলাফল জানে একশ ত্রিশ কোটি গণদেবতাই



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link