Tumi Amar Nou

যদি অন্য কারো হাত ধরতে চাও!
যদি অন্যের সুখে, সুখ খুঁজে পাও!
যদি অন্য কারো হাত ধরতে চাও!
যদি অন্যের সুখে, সুখ খুঁজে পাও!

কিসের ভালোবাসা? রাত জাগা মিথ্যে,
সব আশা? ধোঁয়াশা।

তুমি আমার নও,
আমি আজও মানি।
তুমি আমার নও,
হয়ে অভিমানী, তোমায় ভালোবাসতে জানি।
তুমি আমার নও,
আমি আজও মানি।
তুমি আমার নও,
হয়ে অভিমানী, তোমায় ভালোবাসতে জানি।

রাত জেগে হাসি মুখে তোর সাথে কথা,
কখনো যতীন দাস পার্ক-এ বিকেলে দেখা।
ময়দান-এ রাগের বশে তোর মুখ-ঘুরে থাকা,
ফেরার পথে রাস্তা-পারাপারে হাতে হাত রাখা।

ভিজে যাচ্ছে চোখ, নিয়ে অভিযোগ
মন চায় নিঃসঙ্গতা।
তবে কেন মনে পড়ছে খুব, আজ অহেতুক
আর লাগছে অসহায়।

তুমি আমার নও,
আমি আজও মানি।
তুমি আমার নও,
হয়ে অভিমানী, তোমায় ভালোবাসতে জানি।
তুমি আমার নও,
আমি আজও মানি।
তুমি আমার নও,
হয়ে অভিমানী, তোমায় ভালোবাসতে জানি।

তুমি আমার নও,
আমি আজও মানি।
তুমি আমার নও,
আমি অভিমানী।
তুমি আমার নও,
আমি আজও মানি।
তুমি আমার নও,
আমি অভিমানী।
তুমি আমার নও ।



Credits
Writer(s): Morphine - India
Lyrics powered by www.musixmatch.com

Link