Tobe Tai Hok

নরকলোকের পথে হাটছি একাই
যেদিকে চাই, শুধু মৃত্যু দেখতে পাই
জাবেদা খাতা ভরা হিসেব পুরো টাই
যত বারন কর, পাবি না কেউ রেহাই

যমরাজ দেখ আতস কাঁচ ফেলে, ডেবিট ক্রেডিট এর হিসেবে গোলেমেলে
মিলিয়ে যাবে বুঝি ট্রায়াল ব্যালান্স টাই

তবে তাই, হোক জ্বলে পুড়ে ছাই
শেষবারের মতো হিসেব চাই,
হোক জ্বলে পুড়ে ছাই
শেষবারের মতো হিসেব চাই

প্রারম্ভিক জের জানি, নগদ নাই
লাভ ক্ষতির ভয় ভিড়ছে সর্বদাই
সমানুপাত হারে পাপের বাড়ছে দায়
নয় মানুষ, দেবতারাও মৃতপ্রায়

চারিদিকে অন্যায় বাড়ছে, সাথে
মানুষ মরছে মানুষের অভিশাপে
পাথর দেবতাও মুচকি হেসে বলে তাই

তবে তাই, হোক জ্বলে পুড়ে ছাই
শেষবারের মতো হিসেব চাই,
হোক জ্বলে পুড়ে ছাই
শেষবারের মতো হিসেব চাই

তবে তাই, হোক জ্বলে পুড়ে ছাই
শেষবারের মতো হিসেব চাই,
হোক জ্বলে পুড়ে ছাই
শেষবারের মতো হিসেব চাই



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link