Pakhirao Sob Janla Pelo

পাখিরাও সব জানলা পেলো
যেখানে যত বন্দী ছিল
পাখিরাও চোখ পেলো সীমানার রংধনু
যেখানে ঘর বাতিলের চিঠি
রোজ সকালের বিচ্ছেদে উঠি
ঘুম বিছানো চাদরে দেশ ভাগের দাঁগ
হাত এ পরে থাকে পুরোনো বালি
নতুন ঝিনুকে সাঁজিয়ে তুলি
আলনায় রাখি ঝাউ এর বন
বুকে পূর্নিমা

একজনমে ক্ষত মেটে না
অসংখ্য ভিরে কার সে নিশানা
শূন্য তবু
শূন্যতার মানে নেই জানা
সে বসন্তে প্রেমিকার বাড়ি
কড়া নেড়ে রাত জোনাকির সারি
অন্ধ গলি আর পাগলামি
ঝুল বারান্দা
মাটি জেগে থাকে বর্ষা ছাড়ে না
তোমার আমার ব্যার্থতার ডানা
ছেড়া ছেড়া জানি স্বপ্ন তার
তবু বুনে চলুক
এ শরীরেও সন্ধ্যে নেমেছে
পাখিদের দল ঘরে ফিরেছে
লক্ষ্য চিঠির হাতছানি
চল অস্তাচল

পাখিরাও সব জানলা পেলো
যেখানে যত বন্দী ছিল
পাখিরাও চোখ পেলো সীমানার রংধনু
যেখানে ঘর বাতিলের চিঠি
রোজ সকালের বিচ্ছেদে উঠি
ঘুম বিছানো চাদরে দেশ ভাগের দাঁগ
হাত এ পরে থাকে পুরোনো বালি
নতুন ঝিনুকে সাঁজিয়ে তুলি
আলনায় রাখি ঝাউ এর বন
বুকে পূর্নিমা



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link