Ei To Besh Achi

হাঁটছি আমি নিজের সাথে,
জোনাকিরা সঙ্গী হতে
পিছন ফিরে তাকাই বটে
কে জেনো বলে ওঠে
নানা এখন
এইতো বেশ আছি
আমার মধ্যবিত্ত জীবন
নানা এখন
এইতো বেশ আছি
আমার মধ্যবিত্ত জীবন

ভুলের অংক খেলার ছলে
কাটাকুটি আমায় বোকা বলে

বেমানান ছিলাম তোমার পাশে
বন্ধুরা আর পরি হাসে

আমি এখন
এইতো বেশ আছি
আমার কর্ম ব্যস্ত জীবন
আমি এখন
এইতো বেশ আছি
আমার কর্ম ব্যস্ত জীবন

রিলেশন এ ঝগড়াঝাঁটি
ইগো ছিলো পরিপাটি

অনুভূতি শেষের পথে
বলেছিলাম শেষ চিঠিতে

নানা এখন
এইতো বেশ আছি
আমার কর্ম ব্যস্ত জীবন
নানা এখন
এইতো বেশ আছি
আমার কর্ম ব্যস্ত জীবন

চাই না আমার দামি গাড়ি
তোমার দেওয়া মেকাপ শাড়ি
এইটুকু করতে পারি
নিজেই নিজে দেখন দারি
আমি এখন
এইতো বেশ আছি
আমার মধ্যবিত্ত জীবন

আমিও আছি আমার মতো
সাথে তোমার দেওয়া ক্ষত
মুভ অন জোনে নতুন আমি
অপেক্ষাতে অগ্রগামী
আমি এখন
এইতো বেশ আছি
আমার কর্ম ব্যস্ত জীবন

আমি এখন
এইতো বেশ আছি
আমার মধ্যবিত্ত জীবন

আমার কর্ম ব্যস্ত জীবন
আমার মধ্যবিত্ত জীবন
আমার কর্ম ব্যস্ত জীবন
আমার মধ্যবিত্ত জীবন



Credits
Writer(s): Anindya Mukherjee, Baishakhi Saha
Lyrics powered by www.musixmatch.com

Link