Mone Mone Anki

আজ কেন মেঘ ডাকে
তোর আদরের নামে
চিঠি লিখে পাঠায়
বৃষ্টির ডাকনামে

ভেজা মন কাঁদে
আজও তোর নামে
কে যেন গল্প বলে যায়

তার পিছু পিছু মন চলে যায়
কোন বাহানায়
তার পিছু পিছু মন চলে যায়
কোন ইশারায়

মনে মনে আঁকি আবেগী আকাশে
কিছু কথা বাকি বেবাগী পলাশে
মনে মনে আঁকি আবেগী আকাশে
কিছু কথা বাকি বেবাগী পলাশে

ছিল কিছু রোদ লেখা
স্মৃতি এসে ভালোবেসে
জোনাকী খুঁজে বেড়ায়
কুয়াশা ভোরে

হাতে আজ হাত রাখা
জল কাঁচে মন ভাসে
খুব কাছে কল্পনায়
ক্ষণে ক্ষণে ফিরে আসে

তার পিছু পিছু মন চলে যায়
কোন বাহানায়
তার পিছু পিছু মন চলে যায়
কোন ইশারায়

মনে মনে আঁকি আবেগী আকাশে
কিছু কথা বাকি বেবাগী পলাশে
মনে মনে আঁকি আবেগী আকাশে
কিছু কথা বাকি বেবাগী পলাশে



Credits
Writer(s): Rupak Tiary, Shubha Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link