Sonar Moyna

কোন দোষেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
আমার সোনার ময়না পাখি

কোন দোষেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি

সোনা-বরণ পাখি রে আমার
কাজল-বরণ আঁখি
সোনা-বরণ পাখিরে আমার
কাজল-বরণ আঁখি
দিবানিশি মন চায় রে
বাইন্ধা তোরে রাখি রে

আমার সোনার ময়না পাখি

দেহ দিছি, প্রাণ রে দিছি
আর নাই কিছু বাকি
দেহ দিছি, প্রাণ রে দিছি
আর নাই কিছু বাকি
শত ফুলের বসন দিয়া রে
অঙ্গে দিছি মাখি রে

আমার সোনার ময়না পাখি

যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে, পাখি রে
এ জীবন যাবার কালে রে
একবার যেন দেখি রে

আমার সোনার ময়না পাখি
আমার সোনার ময়না পাখি



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link