Dootabaash

আমিনার বাগানে ফোটা লাল ফুল
নাম তার কৃষ্ণচূড়া
সারারাত ঝির ঝির বাতাসের গায়ে
পাতাদের নামটা জোড়া

আমিনার ছবি নেই, নেই কোন ছাপানো
পুথি বা কাগজের গাটি,
বলেছেন সুধিজন আমিনার দেশ নেই
নেই তার কোন ভিটে মাটি
সীমানার দুই দিক, কোনটাই যার নয়
কৃষ্ণচূড়াটাই রবে
মেঘেরাও দেশহীন, তাই বলে আমিনাকে
দূতাবাস কবে খোলা হবে
আমাদের,
দূতাবাস কবে খোলা হবে

দুপুরের বৈঠক, ছায়াদের সংলাপ
মাঝে মাঝে রোদ এক ফালি
সন্ধ্যেটা পাখিদের, ঠিকানা টা বহুদূর
কৃষ্ণচূড়ার ডাল খালি
এভাবেই আমিনারা, ঝরে ঝরে পরে রোজ
লালচে পাতারা ধুলো মাখে
মেঘেরাও দেশহীন, তাই বলে আমিনাকে
দূতাবাস কবে খোলা হবে
আমাদের,
দূতাবাস কবে খোলা হবে
আমাদের,
দূতাবাস কবে খোলা হবে
আমাদের,
দূতাবাস কবে খোলা হবে



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link