Sokhina

তোরে ছাড়া কারো কথা মনে রাখি না
তোরে ছাড়া এক মুহূর্ত ভালো থাকি না
তোরে ছাড়া কারো কথা মনে রাখি না
তোরে ছাড়া এক মুহূর্ত ভালো থাকি না

তোরে ছাড়া আমি চাই না আমার এ জীবন
তোরে ছাড়া চোখে কিছু দেখি না
তোরে ছাড়া আমি কিছু বুঝি না

ও সখিনা, ও সখিনা
ও সখিনা, ও সখিনা

তোরে ছাড়া কারো কথা মনে রাখি না
তোরে ছাড়া এক মুহূর্ত ভালো থাকি না

তোরে ছাড়া আমি চাই না আমার এ জীবন
তোরে ছাড়া চোখে কিছু দেখি না
তোরে ছাড়া আমি কিছু বুঝি না

ও সখিনা, ও সখিনা
ও সখিনা, ও সখিনা

থাকি যখন আমি একা ঘরে
তখন শুধু তোরে মনে পড়ে
দুটি চোখে ব্যথার বৃষ্টি ঝরে
বড়ো ভালোবাসি আমি তোরে

তোরে ছাড়া আমি চাই না আমার এ জীবন
তোরে ছাড়া আমি গল্প লিখি না না
তোরে ছাড়া কবিতাও লিখি না

ও সখিনা, ও সখিনা
ও সখিনা, ও সখিনা

সারা জীবন তোরে আপন করে
রাখবো আদর দিয়ে বুকে ধরে
তোরে ছাড়া আমি যাবো মরে
দিস না আমারে তুই একা করে

তোরে ছাড়া আমি চাই না আমার এ জীবন
তোরে ছাড়া কোনো স্বপ্ন দেখি না
তোরে ছাড়া কোনোকিছু ভাবি না

ও সখিনা, ও সখিনা
ও সখিনা, ও সখিনা

তোরে ছাড়া কারো কথা মনে রাখি না
তোরে ছাড়া এক মুহূর্ত ভালো থাকি না
তোরে ছাড়া কারো কথা মনে রাখি না
তোরে ছাড়া এক মুহূর্ত ভালো থাকি না

তোরে ছাড়া আমি চাই না আমার এ জীবন
তোরে ছাড়া চোখে কিছু দেখি না
তোরে ছাড়া আমি কিছু বুঝি না

ও সখিনা, ও সখিনা
ও সখিনা, ও সখিনা
ও সখিনা, ও সখিনা
ও সখিনা, ও সখিনা



Credits
Writer(s): Delowar Arjuda Sharaf
Lyrics powered by www.musixmatch.com

Link