Hoilo Nato Bosotbati

গানঃ হইলো নাতো বসতবাটি
শিল্পীঃ রিজভী রাজ
কথা ও সুরঃ যুবক অনার্য
সংগীতঃ ইকরাম হোসেন
লেবেলঃ রিজভী রাজ

হইলো নাতো বসতবাটি হইলো নাতো ঘর
কাছের মানুষ দূরে রইলো আপন হইলো পর
হইলো নাতো ভালোবাসা দিলি না অন্তর
এই মনেতে বসত কইরা তুইলা দিলি ঝড়
ও সেই ঝড়েতে ডুবে আমি আকাশ দেখি না
ডুব সাঁতারে আমার কলম ঝিনুক আঁকে না...
"মধুর মধুর মধুর লাগে কী যে মধুময়
এই হৃদয়ে পোড়া ক্ষত জ্বইলা খাঁটি হয়"।।

সুখের লাগি দুখের কথা কইতে পারি না
দুখের লাগি সুখের ব্যথা সইতে পারি না
এই জীবনে আমি তোমার পরাণ পাখি নয়
তোমার বুকের ভালো বাসা সাদা কাগজ নয়।।

স্বপনে ভাসাইলি তুই জনম জনম ভর সুখেরও স্বপন
মরণে রাঙাইলি তুই জনম জনম ভর রঙিলা মরণ
ও হইলো নাতো কৃষ্ণচুড়া হইলোনা ফাগুন
এই অন্তরের অন্তর জ্বালা বাড়াইলি দ্বিগুণ।।



Credits
Writer(s): Ekram Hossain, Jubak Anarjo
Lyrics powered by www.musixmatch.com

Link