Cholonamoyi

গানঃ ছলনাময়ী
শিল্পীঃ রিজভী রাজ
কথা ও সুরঃ শাহরিয়ার সাগর
সংগীতঃ ইকরাম হোসেন
লেবেলঃ রিজভী রাজ

ছলনাময়ী তুমি
বুঝিনি আমি আগে
কেন ব্যথা দিলে বলো
কোন স্বভাবে।।
তবে কি আমায় ভালোবাসনি
বলনা অভিমানি।।

আমায় দূরে ঠেলে দিয়ে
আছো ভালো কি তুমি
কতটা বেসেছি ভালো
জানি শুধুই আমি।।

ভোলা তো যায় না তোমায়
তাই পারিনি ভুলতে আমি
কথা দিয়ে রাখনি কথা
একই পথে চলতে।।



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link