Buk Bhore Smriti

বুক ভরা যে স্মৃতিগুলো
আগলে রেখে যে আজ
নাইবা তুই রইলি কাছে
না তাসের ঘরের সাজ

বুক ভরা যে স্মৃতিগুলো
আগলে রেখে যে আজ
নাইবা তুই রইলি কাছে
না তাসের ঘরের সাজ

সেই আবার বললি তুই
থাকবি অপেক্ষায়
ঘুম ভেঙে উঠে দেখি
সবই একা ভাবনায়

মন কাঁদে আর একটু হেসে
তোর চোখের দুনিয়ায়
রইবি যে তুই এই কাছে
পথ চলার সীমানায়

বুক ভরা যে স্মৃতিগুলো
আগলে রেখে যে আজ
সাজানো ঘরের মাঝে
স্বপ্নে ঘেরা পক্ষীরাজ

মিষ্টি ভাষা গুমরে কাঁদে
ভাবনার পিছুটানে
আসিস যে তুই ফিরে ফিরে
খুশির সন্ধানে

গোধূলির ওই পড়তি আলো
ভাসে নতুন স্বপ্নরূপ
আবার যেন ফিরে এলো
ভরাতে আজ এ বুক

বুক ভরা যে স্মৃতিগুলো
আগলে রেখে যে আজ
নাইবা তুই রইলি কাছে
না তাসের ঘরের সাজ



Credits
Writer(s): Avijit Samanta, Indranil Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link