Nirbak Sob Jeno

নির্বাক সব যেন স্বপ্নে তোমার
যেন নিজেকে হারিয়ে ফেলেছি
ওই সেই উড়ান, দিগন্ত-পানে খুঁজি তোমায়

নির্বাক সব যেন স্বপ্নে তোমার
যেন নিজেকে হারিয়ে ফেলেছি
ওই সেই উড়ান, দিগন্ত-পানে খুঁজি তোমায়

কেন যে এমন, পারো কি বুঝতে
বিলীন হতে চাই আঁধারে
কেন যে এমন, পারো কি বুঝতে
বিলীন হতে চাই আঁধারে

পারবে না মন তোমায় ছাড়া
দু'নয়ন শুধুই তোমায় হারা

ভেসে আসা তীক্ষ্ণ সুরে, দগ্ধ জীর্ণ পাঁজরে
লুকিয়ে ক্লান্ত ভাঙা মন
শুধু চায় তোমায় ভাবনায়

নির্বাক সব যেন স্বপ্নে তোমার
যেন নিজেকে হারিয়ে ফেলেছি
ওই সেই উড়ান, দিগন্ত-পানে খুঁজি তোমায়

প্রতীক্ষা বারণ, সময় থমকে
তলিয়ে যাই গভীরে
প্রতীক্ষা বারণ, সময় থমকে
তলিয়ে যাই গভীরে

নিঃস্ব মনের নেইকো বাধা
অশ্রু ভাটায় গুমরে কাঁদা

পথের ফাটলে, স্মৃতির কোঠরে
যত্নে রাখা তোমার প্রেমের
সাজানো দিনগুলো আবার
ফিরে পেতে চাই বারবার

নির্বাক সব যেন স্বপ্নে তোমার
যেন নিজেকে হারিয়ে ফেলেছি
ওই সেই উড়ান, দিগন্ত-পানে খুঁজি তোমায়

খুঁজি তোমায়, খুঁজি তোমায়



Credits
Writer(s): Avijit Samanta, Indranil Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link