Shuno Boli Pagoler Chela

শুন বলি পাগলের চেলা
শুন বলি পাগলের চেলা
পাগল হওয়া নয় সামান্য
দেবের মান্য পাগল ভোলা
শুন বলি পাগলের চেলা

এক পাগল হয় নারদ ঋষি
বীনা বাজায় দিবা-নিশি
এক পাগল হয় নারদ ঋষি
বীনা বাজায় দিবা-নিশি
আরেক পাগল বাজায় বাঁশি
বাসা করছে কদমতলা

শুন বলি পাগলের চেলা

আরেক পাগল হয় হনুমান
রামরুপে ধরেছে ধ্যান
আরেক পাগল হয় হনুমান
রামরুপে ধরেছে ধ্যান
বক্ষ চিরে দেখাইল নাম
ছিঁড়িল মুক্তার মালা

শুন বলি পাগলের চেলা

আরেক পাগল গৌরহরি
ডোর কৌপীন ধারণ করি
আরেক পাগল গৌরহরি
ডোর কৌপীন ধারণ করি
হরি হয়ে বলছে "হরি"
স্কন্ধে নিয়া ভিক্ষার ঝোলা

শুন বলি পাগলের চেলা

যদি পাগল হওয়া ভালো লাগে
মন পাগলারে ধরগে আগে
যদি পাগল হওয়া ভালো লাগে
মন পাগলারে ধরগে আগে
ঐ পাগলা তার সঙ্গে থাকে
সব পাগলামি যাহার খেলা

শুন বলি পাগলের চেলা
পাগল হওয়া নয় সামান্য
দেবের মান্য পাগল ভোলা
শুন বলি পাগলের চেলা
শুন বলি পাগলের চেলা
শুন বলি পাগলের চেলা



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link