Megher Funke Funke

মেঘের ফাঁকে ফাঁকে তারারা উঠেছিল
ছোট্টবেলার কথা দেখে মনে এলো
ও, তুমি কি আছো সেই ঠিকানায়
যেখানে আমার ছোটবেলা কেটেছিল

মেঘের ফাঁকে ফাঁকে তারারা উঠেছিল
ছোট্টবেলার কথা দেখে মনে এলো

সুখের সময় ছিল সেই সে মাঠ
সবাই ভরিয়ে দিতো সেই সে মাঠ
ও, সুখের সময় ছিল সেই সে মাঠ
সবাই ভরিয়ে দিতো সেই সে মাঠ
ও, জানি না সখী আজও সেখানে
যেখানে আমার ছোটবেলা কেটেছিল

মেঘের ফাঁকে ফাঁকে তারারা উঠেছিল
ছোট্টবেলার কথা দেখে মনে এলো

বৃষ্টি-রোদের আলোয় ছিল ভরা দিন
আনন্দে-হাসিখেলায় মেতে ছিল সেদিন
বৃষ্টি-রোদের আলোয় ছিল ভরা দিন
আনন্দে-হাসিখেলায় মেতে ছিল সেদিন

আমি আজও এসেছি সেই সেখানে
জানি না কোথায় তুমি সংগোপনে
ও, আমি আজও এসেছি সেই সেখানে
জানি না কোথায় তুমি সংগোপনে
ও, দেখা হবে কি না আজ এখানে
যেখানে আমার ছোটবেলা কেটেছিল

মেঘের ফাঁকে ফাঁকে তারারা উঠেছিল
ছোট্টবেলার কথা দেখে মনে এলো

দেখে মনে এলো
দেখে মনে এলো



Credits
Writer(s): Achintya Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link