Tomar Jonno Ami

তোমার জন্য আমি সবকিছু ছাড়তে পারি
তোমার জন্য কেঁদে এক নদী গড়তে পারি
তোমার জন্য আমি সবকিছু ছাড়তে পারি
তোমার জন্য কেঁদে এক নদী গড়তে পারি

তোমাকে ভালোবেসে যেন মরতে পারি
তোমাকে ভালোবেসে যেন মরতে পারি
তোমার জন্য আমি সবকিছু ছাড়তে পারি
তোমার জন্য কেঁদে এক নদী গড়তে পারি

মনের এ বনে তুমি ভালোবাসার হাওয়া
তোমাকে পেলে হবে জীবনের সবই পাওয়া
মনের এ বনে তুমি ভালোবাসার হাওয়া
তোমাকে পেলে হবে জীবনের সবই পাওয়া

তোমার প্রেম-আগুনে হৃদয় পোড়াতে পারি
তোমাকে ভালোবেসে যেন মরতে পারি

চোখের স্বপ্ন তুমি, ভালোলাগার দৃষ্টি
তোমাকে দেখে ঝরে আকাশের মেঘ-বৃষ্টি
চোখের স্বপ্ন তুমি, ভালোলাগার দৃষ্টি
তোমাকে দেখে ঝরে আকাশের মেঘ-বৃষ্টি

তোমারই জন্য জীবন সুখে ভরতে পারি
তোমাকে ভালোবেসে যেন মরতে পারি

তোমার জন্য আমি সবকিছু ছাড়তে পারি
তোমার জন্য কেঁদে এক নদী গড়তে পারি
তোমার জন্য আমি সবকিছু ছাড়তে পারি
তোমার জন্য কেঁদে এক নদী গড়তে পারি

তোমাকে ভালোবেসে যেন মরতে পারি
তোমাকে ভালোবেসে যেন মরতে পারি
তোমার জন্য আমি সবকিছু ছাড়তে পারি
তোমাকে ভালোবেসে যেন মরতে পারি



Credits
Writer(s): Delowar Arjuda Sharaf
Lyrics powered by www.musixmatch.com

Link