Tor Buke Banchi

নদী রে
ও নদী রে

তোর বুকে বানসি অন্তর, বানসি আমার ঘর রে, নদী
কূলহারা করিস না রে তুই, করিস না রে পর
তোর বুকে বানসি অন্তর, বানসি আমার ঘর

আপন স্বজন ছিল যারা, আমায় ছেড়ে গেছে তারা
আপন স্বজন ছিল যারা, আমায় ছেড়ে গেছে তারা
জলচাদরে জড়াইয়া তুই করিস রে আদর

তোর বুকে বানসি অন্তর, বানসি আমার ঘর রে, নদী
কূলহারা করিস না রে তুই, করিস না রে পর

জলকুমারী ছিল যে জন থাকে দূরের ডাঙায়
আমায় ছেড়ে অন্য লোকের সকালের ঘুম ভাঙায়
জলকুমারী ছিল যে জন থাকে দূরের ডাঙায়
আমায় ছেড়ে অন্য লোকের সকালের ঘুম ভাঙায়

আমি নদী আশাহারা, তোর বুকে স্রোতধারা
আমি নদী আশাহারা, তোর স্রোতধারা
আমার মতো কান্দিস না তুই জাগলে দুখের চর

তোর বুকে বানসি অন্তর, বানসি আমার ঘর রে, নদী
কূলহারা করিস না রে তুই, করিস না রে পর

মনময়ূরী কাঁদে এখন শিকল পরে পায়ে
স্বপ্নমাঝে কুসুম গুঁজি আজও তার খোঁপায়
মনময়ূরী কাঁদে এখন শিকল পরে পায়ে
স্বপ্নমাঝে কুসুম গুঁজি আজও তার খোঁপায়

নদী রে, তোর হাতে ধরি, আমি যদি ডুবে মরি
নদী রে, তোর হাতে ধরি, আমি যদি ডুবে মরি
কারও কাছে দিস না রে তুই আমারই খবর

তোর বুকে বানসি অন্তর, বানসি আমার ঘর রে, নদী
কূলহারা করিস না রে তুই, করিস না রে পর
তোর বুকে বানসি অন্তর, বানসি আমার ঘর

আপন স্বজন ছিল যারা, আমায় ছেড়ে গেছে তারা
আপন স্বজন ছিল যারা, আমায় ছেড়ে গেছে তারা
জলচাদরে জড়াইয়া তুই করিস রে আদর

তোর বুকে বানসি অন্তর, বানসি আমার ঘর রে, নদী
কূলহারা করিস না রে তুই, করিস না রে পর



Credits
Writer(s): Delowar Arjuda Sharaf, Jamal Uddin Nasir, Mannan Mohammad, Md Jamal Uddin Naser
Lyrics powered by www.musixmatch.com

Link