Mukti Shobtukui

স্বপ্নের বাঁধন ছিঁড়ে আমি
উড়বো সুদূর নীল আকাশে
বদ্ধ গ্লানি মুছে দিয়ে
হারাবো ওই সূর্যাস্তে

এই যে প্রহর যার জন্যে আমার স্বপ্ন দেখা, স্মৃতিমাখা অতীতগুলোর সবটুকুইই
মিশে আছে দীর্ঘশ্বাসে

হারানো স্মৃতিগুলো মুছে দিয়ে
সাজাবো স্বপ্নগুলো নতুন সুরে

উড়বো আকাশে মেঘের ডানায়
রাখবোনা পিছুটান
মুক্ত বাতাসের আলিঙ্গনে
হারাবো রূপকথায়
রাঙিয়ে দেবো সব রংতুলিতে
মনের ছবিই. এঁকে যাবো আনমনে, কল্পনাতে
আমার আহ্ববানে

হারানো স্মৃতিগুলো মুছে দিয়ে
সাজাবো স্বপ্নগুলো নতুন সুরে
হারানো স্মৃতিগুলো মুছে দিয়ে
সাজাবো স্বপ্নগুলো নতুন সুরে

ভেঙে ফেলো বাঁধার দেয়ালগুলো
মুছে দাও মিথ্যের প্রয়াস
হেরেও আমি জেগে থাকবো
মুছে দিবো সব আঘাত
সব গ্লানি মুছে ফেলে
মুক্ত বাতাসে
জেগে ওঠো সূর্যস্নানে
আলিঙ্গনে

হারানো সব অতীতকে ঘিরে আমার, আঁকড়ে থাকা
হৃদয়ের বাঁধন গুলো ছিঁড়ে আমার, জেগে ওঠা
পেছনে দেখবো না ফিরে আবার
সময়গুওলোয় ভেসে যাবো
অচিন কোথাও



Credits
Writer(s): Golam Samir Hafiz Khan, Jeffrey Ovijit, Jeffrey Ovijit Ghosh, Rabiul Awal, Rabiul Awal Real, Rezwan Ashraf, Samir Hafiz
Lyrics powered by www.musixmatch.com

Link